[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের মানববন্ধন

৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮জানুয়ারি) সকাল ১১টা হতে ১২টা পযন্ত বিএসপিআই ইনস্টিটিউটে মানববন্ধন করেছে প্রধান প্রধানমন্ত্রী অনুশাসন প্রাপ্ত রাজস্বে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দ।

প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপের আলোকে “স্কিল এ্যান্ড ট্টেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)” শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া ভাতাদির দাবিতে এ মানববন্ধন করা হয়।

ইনস্ট্রক্টর সঞ্জীবন চন্দ দের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির প্রতিনিধি অমর জ্যতি চাকমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন আহবায়ক, ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ আইডিইবি, জেনিক কাপ্তাইয়ের প্রকৌশলী আবদুল আলী।

বক্তারা বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রের দিকে। এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে একের পর এক মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সেখানেই খোদ শিক্ষকরাই অবহেলিত।

প্রধানমন্ত্রী যাদের নিয়ে স্বপ্ন দেখেন তারাই বেতন পাচ্ছে না। তাই ৭৭৭জন শিক্ষকের চাকুরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ১৮ মাসের বেতন বকেয়া বাস্তবায়নের দাবি জানান প্রধানমন্ত্রীর নিকট।

এসময় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাফ ইনস্ট্রাক্টর বিউটি বিশ্বাস, বাকাছাপ প্রতিনিধি মো.খোকন,ক্রাফ ইনস্ট্রক্টর মোঃ দেলোয়ার হোসেন ও ক্রাফ ইনস্ট্রাক্টর নুরুজ্জামানসহ প্রমুখ।

এ ব্যাপারে বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন জানান আন্দোলন কারিদের দাবি যুক্তিযুক্ত। তাদের দাবি অনেক পুরনো। এবং বয়সও শেষ পর্যায় তাই উর্দ্ধতন মহল এদের দাবি বাস্তবায়ন করবেন আশাবাদ ব্যক্ত করেন। একদিকে আন্দোলনকারীরা জানান দাবি বাস্তবায়ন করা না হলে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিবে উল্লেখ করে।