মহালছড়িতে অসহায় ও প্রতিবন্ধি দুই পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনী
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে গরীব, অসুস্থ ও প্রতিবন্ধি ২ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে জোনের সেনাবাহিনী।
সোমবার (১৭ জানুয়ারী) সকালে দুর্গম এলাকার বসবাসকারি প্রতিবন্ধি পরিবারের বাড়িতে গিয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় দুর্গম চৌংড়াছড়ি রোয়াজাপাড়া গ্রামে বসবাসকারী রিপ্রুসাই মারম ‘র পরিবার ও মোহাম্মদপুর গ্রামে বসবাসকারি মোঃ মঈনুদ্দিন এর পরিবার। দুই পরিবারই অত্যন্ত গরীব ও অসহায়। এ দুই পরিবারের দুরাবস্থা ও মানবেতর জীবনযাপন কথা জানতে পেরে মহালছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের উদ্যেগ নেয়া হয়। রিপ্রুচাই মারমা’র পরিবারের ৬ জনের মধ্যে নিজেই এবং ৪ সন্তানসহ ৫ জনেই প্রতিবন্ধি। এদিকে মোঃ মঈনুদ্দিন দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। এ দুই পরিবারে আয় রোজগার করার মতো কেউ নেই। প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার সুবিধার্থে মহালছড়ি জোনের জোন কমান্ডার এর পক্ষে জোনের লেফটেন্যান্ট মুহতাসিম আহনাফ শাহরিয়ার প্রতিবন্ধী শিশুর বাবা রিপ্রুসাই মারমাকে ১০ হাজার ও প্যারালাইসিস রোগে আক্রান্ত ব্যক্তি মোঃ মঈনদ্দিন এর স্ত্রী মোসাঃ শামীমা আক্তারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে লেফটেন্যান্ট মুহতাসিম আহনাফ শাহরিয়ার বলেন, মহালছড়ি জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য ও সহযোগিতা করে আসছে। মানুষের পাশে দাড়ানোর জন্য মহালছড়ি জোনে এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও মহালছড়ি জোনের এরুপ কার্যক্রম চলমান থাকবে। করোনা মহামারীর মাঝেও মহালছড়ির সেনাবাহিনী এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমকে সামনে রেখে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।