খাগড়াছড়ির খর্গ মহাজন পাড়া স্কুলে টেসকো লিমিটেড এর স্কুল ইউনিফর্ম বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা সদর উপজেলার খর্গ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেসকো লিমিটেড এর অর্থায়নে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে জাবারাং কল্যাণ সমিতি, স্কুলের মা দল ও এসএমসি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। এসময় প্রথম হতে পঞ্চম শ্রেণির ৩৮জন বালক ও ৪৮ জন বালিকাসহ মোট ৮৬ জন শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
বিতরণ অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল ত্রিপুরা, সহকারি শিক্ষক কিশোর কুমার ত্রিপুরা ও সঞ্চিতা ত্রিপুরা, মা দলের সভাপতি শান্তি বালা ত্রিপুরা, সেতু-এমএলই প্রকল্প কর্মকর্তা জোনাকি ত্রিপুরা ও ফিল্ড ফ্যাসিলিটেটর নিমি ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা মতিন বলেন, উপজেলা সদর হতে ১২ কিলোমিটার দুর্গম এলাকায় এসে শিশুদের জন্য টেসকো লি. কর্তৃক প্রেরিত নতুন স্কুল ইউনিফর্ম দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। তোমরা প্রতিদিন স্কুলে আসবে। নিয়মিত পড়া শিখে আসবে। এসময় শিক্ষার্থীদের জন্য সাফল্য কামনা করেন তিনি।
বিতরণ শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ত্রিপুরা বলেন, স্কুলের বেশিরভাগ অভিভাবক গরীব। স্কুল ড্রেস কিনে দেয়ার মতো সামর্থ্য তাদের নাই। তাই অনেকেই পুরাতন, ছেঁড়া পোশাক গায়ে স্কুলে আসত। কোন কর্মকর্তা স্কুল পরিদর্শনে আসলে তারা লজ্জা পেত। এখন আর লজ্জা পাবে না। আশা করি স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি পাবে। ফলাফল আগের চেয়ে ভালোই হবে।