রেডজোন রাঙ্গামাটিতে সচেতনতা বাড়াতে প্রশাসনের জরুরী সভা
॥ মোঃ আরিফুর রহমান ॥
রাঙ্গামাটি জেলাকে করোনাভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে ঘোষণা করা হলেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। এ জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে ১০ শতাংশ। কিন্তু মানুষের অবাধ বিচরণ রয়েছে ঠিক আগে মতোই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।
এদিকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির উদ্যোগে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন (সার্বিক), জেলা পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদদাছছের হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রমূখ।
সভায় সম্প্রতি রাঙ্গামাটি জেলা করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক ১১ দফা নিয়ম মানার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
এদিকে সকালে বিভিন্ন স্থানে রাঙ্গামাটি জেলা পুলিশ স্বাস্থ্যবিধি ও সচেতনায় বৃদ্ধি করতে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন,এর নেতৃত্বে মাস্ক বিতরণ ও মাস্ক ছাড়া পূণ্য বিক্রয় না করার জন্য সকল দোকানদারদেরকে অনুরোধ জানান।