বরকলে ছোট হরিণা বাজারে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
মুজিবর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকল উপজেলায় বরকল মডেল থানার উদ্যোগে সামাজিক শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা বাজারে এ সভা আয়োজন করা হয়।
সভার শুরুতেই বাজার প্রাঙ্গণে বীট পুলিশিং সমাবেশ করা হয়।
বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এস.আই মোঃ অভি গুপ্ত, এসআই মোঃ ইসমাইল,এএসআই উজ্জল ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির সহ ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।