নানিয়ারচরে অফিসার্স ক্লাব ও ক্রীড়া সংস্থার অফিস উদ্ভোদন
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১ জানুয়ারী) সকালে নানিয়ারচর পোষ্ট অফিস সংলগ্ন অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার অফিস উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান, শিক্ষা অফিসার নিমি চাকমা, অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, ক্রীড়া সংস্থার সম্পাদক রিপন দাশ, থানা প্রতিনিধি এসআই তারেক হোসেন, ক্রীড়া সংগঠক আবুল বাশার, শ্যামল দাশ, ঝিনুক খীসা, ক্রীড়া অনুরাগী জুয়েল বড়ুয়া ও আমেনা আফরোজ তুলিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী অফিসার বলেন, উপজেলা থেকে আপনাদের অফিস করে দেওয়া হয়েছে। এখন থেকে আপনারা এর তদারকি করবেন। অফিসার্স ক্লাব ও ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
এবিষয়ে রিপন দাশ বলেন, কিছুদিন হলো আমি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলা প্রশাসন ও পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনীসহ সকলের সহযোগিতা পেলে নানিয়ারচর ক্রীড়া সংস্থা অনেক দূর এগিয়ে যাবে।