মানিকছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে মানিকছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে কমিশনের উপজেলা শাখার সভাপতি সুভাষ চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেককেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।