[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভোট কেন্দ্রে হামলা, দখল ও হুমকির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

৩৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির সদর উপজেলার ৫ম ধাপে অনুষ্ঠিতব ইউনিয়ন পরিষদে নির্বাচনে চারটি ইউনিয়নের ফলাফল পেলেও আরেকটি ইউনিয়নের ফলাফল স্থগিত। চারটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী, আরেক দুটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করে। স্থগিত ভোট কেন্দ্রটি খাগড়াছড়ি সদর উপজেলার ৩নং গোলাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বগড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটের দিন কেন্দ্রে হামলা, দখল, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত রবিবার (৯জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বগড়াছড়া এলাকাবাসীর।
এসময় এলাকাসীরা অভিযোগ করে বলেন, ভোটের দিন কেন্দ্রে আনুমানিক সকাল ১০টা ৪৫ মিনিটে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী বিধান চাকমার নেতৃত্বে ১০-১২জনের একদল দুষ্কৃতিকারীরা পুলিশ ও নির্বাচনে দায়িত্বরতসহ নিরীহ ভোটারদের জিম্মি করে ব্যালট পেপার ছিনতাই করে তাদের সমর্থিত প্রার্থী আনারস মার্কায় জাল ভোট প্রদান করেন। এতে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আতংক, বিশৃঙ্খলা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও জনগনের প্রতিরোধের মুখে দুষ্কৃতিকারীরা ভোটকেন্দ্র থেকে পালিয়ে যায়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কমিশনারসহ কেন্দ্রটি পরিদর্শন করে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এরপর চিহ্নিত দুষ্কৃতকারী বিধান চাকমা তাদের সমর্থিত প্রার্থীকে ক্যউচিং মারমাকে আনারস প্রতীকে ভোট না দিলে এলাকাবাসীদের গুম ও মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এঘটনার সাথে জড়িত চিহ্নিত ব্যক্তিসহ জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও যথাযথ শাস্তি প্রদানের জোর দাবি জানান এলাকাবাসী।

এ সময় তারা তিনটি দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে: ১) ঝুঁকিপূর্ণ কেন্দ্র বগড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে স্থানান্তর করে অস্থায়ীভাবে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তর, ২) চিহ্নিত সন্ত্রাসী বিধান চাকমাসহ ১০-১২জন সন্ত্রাসীকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতার দাবি ৩) ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের নিরাপত্তাসহ পরবর্তী ভোট গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, গত ৫ তারিখে খবরটি পাওয়ার সাথে সাথে পুলিশ প্রশাসনসহ পরিদর্শন করে, ভোট কেন্দ্র স্থগিত করে দিয়েছি। এ ঘটনায় জড়িতদের সঠিক প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।