বরকল থানায় যোগদান করলেন নবাগত ওসি
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকলে ২রা জানুয়ারী সাবেক ওসির বিদায়ের পরে বরকল থানায় যোগদান করল নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ নাছির উদ্দিন।
বুধবার (৫ জানুয়ারী) দুপুরে বরকল মডেল থানায় নবাগত ওসির যোগদানের খবরটি বরকল থানা নামীয় অনলাইন পেইজের মাধ্যমে জানা যায়।
এসময় নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে সাদরে বরণ করে নেন বরকল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সানজিদ আহমেদ,এস আই মোঃ কামাল হোসেন,এসআই মোঃ ফরহাদ,এসআই মোঃ আতিকুজ্জামান,এসআই অভি গুপ্ত,এসআই কৃতি বিকাশ ত্রিপুরা সহ থানার অন্যান্য সদস্য্যরা।