আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ম ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
আগামীকাল থেকে বান্দরবানে শুরু হতে যাচ্ছে ৫ম ধাপ ইউপি নির্বাচনে ভোটগ্রহন। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রার্থীদের গণসংযোগ।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এইবারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৭জন, মহিলা সংরক্ষিত আসন পদে ২৫ জন ও সাধারণ পদে ৭৩ জন করবে। এই নিয়ে চেয়ারম্যান, সরক্ষিত আসন ও সাধারণ আসন পদে মোট ১০৮ জন প্রার্থীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে।
এইদিকে, ১নং কুহালং ইউনিয়নে ভোট গ্রহনে মধ্য দিয়ে রয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোট কক্ষে সংখ্যা ৩২টি। পাশাপাশি মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮ হাজার ৪শত ১৭ জন। যার মধ্য মহিলা রয়েছে ৪ হাজার ১শত ৮২ জন ও পুরুষ ভোটার রয়েছে ৪হাজার ২শত ৩৫ জন। তবে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদে মোট ভোটাকেন্দ্রের সংখ্যা ৯টি ও মোট ভোট কক্ষের সংখ্যা ৩০টি। যার মধ্যে মোট ভোটারের সংখ্যা রয়েছে ৭ হাজার ৬শত ১৬জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ হাজার ৮ শত ৫২ জন ও মহিলা ভোটার রয়েছেন ৩ হাজার ৭শত ৬৪জন।
৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদে মোট ভোটকেন্দ্রে সংখ্যা ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি ও ভোট কক্ষে সংখ্যা ১৮টি। যার মধ্যে ভোটারের সংখ্যা রয়েছে ৩ হাজার ৯ শত ৮২ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ হাজার ১শত ১০জন, মহিলা ভোটার রয়েছেন ১হাজার ৮শত ৭২ জন।
নির্বাচন তথ্যনুযায়ী, ৫ম ধাপ ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে ৩ জন সহকারী কমিশনার এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট দ্বায়িত্বের পালনে থাকবেন । তারা হলেন ১নং কুহালং ইউনিয়নে সহকারী কমিশনার এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট অমিত রায়, ৪নং সুয়ালক ইউনিয়নে পরিষদে সহকারী কমিশনার এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. কায়েছুর রহমান, ও ৫নং টংকাবতী ইউনিয়নে সহকারী কমিশনার এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিমন সরকার।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, আগামিকাল ৫ম ধাপে ইউপি নির্বাচনে সকাল হতে যার যার দ্বায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোট গ্রহনের পাশাপাশি জেলা ম্যাজিষ্ট্রেট, আনসার, সেনাবাহিনী ও পুলিশাসহ আইনশৃঙখলা বাহিনী প্রত্যেক ভোট কেন্দ্রে দ্বায়িত্বে থাকবে।