বান্দরবানে নারী উদ্যোক্তাদের আনন্দ মেলা উদ্বোধন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে নারী উদ্যেক্তার আনন্দ মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সম্প্রীতির মঞ্চে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প,জাতীয় মহিলা সংস্থা,বান্দরবান সদর কেন্দ্র এর আয়োজনে ও জেলা প্রশাসক সহযোগীতায় মেলা উদ্বোধন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান জোহরা বেগম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, উইম্যান চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্র প্রেসিডেন্ট লালছানি লুসাই, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক আতিয়া চৌধুরীসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা এ মেলায় অংশ নেন। এটা এমন একটি মেলা, যা একদিকে উদ্যোক্তার পণ্য বিক্রিতে সহায়ক। অন্যদিকে একই সঙ্গে অন্যের পণ্য দেখে নিজের পণ্যের মান বোঝার। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বৃহৎ পরিসরে পণ্য বিক্রির অভিজ্ঞতা লাভে বিশেষভাবে সহায়তা করবে। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দরা