[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে বড় অজ্জ্যাংছড়ি গ্রামে শীতবস্ত্র বিতরণ

৫১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় বড় অজ্জ্যাংছড়ি গ্রামের শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২ জানুয়ারী ) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বড় অজ্জ্যাংছড়ি গ্রামে রাঙামৌন ছড়া যুব কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা করা হয়।

ভূষণছড়া ইউপি ৪নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার নলিনী কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল প্রেসক্লাব সহ-সভাপতি ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা, বিশেষ অতিথি রাঙামৌনছড়া যুব কল্যাণ সমিতির সভাপতি ভগীরথ চাকমা।

সভাপতি নলিনি চাকমা বলেন, সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য। অত্র এলাকায় বিশেষ করে ছিন্নমূল পরিবার কম্বল পেয়েছে এজন্য অত্যন্ত খুশি।এই সমিতির মহতী উদ্যোগ এবং কার্যক্রম ভবিষ্যতেও বজায় থাকবে এমন প্রত্যাশা কামনা করেছেন সাবেক ওয়ার্ড মেম্বার নলিনী কুমার চাকমা।

প্রধান অতিথি বক্তব্য নিরত বরন চাকমা বলেন, সমিতির কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ,বাল্যাবিবাহ রোধ, দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান, শিক্ষা ক্ষেত্রে ভূমিকা, যুব নারী ও পুরুষদের আর্থ-সামাজিক উন্নয়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত যুব সংগঠন ভূমিকা পালন করছে। সেই লক্ষ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ছিন্নমূল পরিবারকে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগটি বাস্তবায়ন করে আসছে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি। তাই এবারেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সহায়তায় শীতার্ত পরিবার হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তারজন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এসময় মধ্যম অজ্জ্যাংছড়ি যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বরুণ চাকমা,রাঙামৌন ছড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জীতেন চাকমা সহ সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৩০ জন শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।