[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

৪৮ ঘন্টার মধ্যে উদ্ধারের দাবী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

খাগড়াছড়ির মানিকছড়িতে যুবলীগ নেতা অপহরণ

৪৪

॥ মোঃ ইসমাইল হোসেনস, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যা পাড়া থেকে মোঃ ইমান হোসেন (২৮) কে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তিনি তিনটহরী ইউনিয়ন যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক। গতকাল শনিবার (১ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে তাকে অপরহণ করা হয়েছে বলে পরিবারের দাবী। পুলিশ বাড়ীর অদূরে জঙ্গল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল, মানিকব্যাগসহ অন্যান্য জিনিজপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করার জোরদাবী জানিয়েছেন।

নিখোঁজের ছোট ভাই মোঃ আকতার হোসেন জানান, তার ভাই একজন সহজসরল ও শান্তি প্রিয় ব্যক্তি। কারো সাথে তার ব্যবসায়ীক ও রাজনৈতিক দন্ধ কিংবা বিরোধ নেই। তবে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে তাকে অপহরণ করেছেন সেটা পরিবারের কারো জানা নেই। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার বড় ভাই ইমান হোসেনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ারও দাবী জানান। তবে এ ঘটনায় সরাসরি কাউকে দায়ী না করলেও পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাজে লিপ্ত থাকা আঞ্চলিক রাজনৈতিক সংগঠনলোকে সন্দেহ করছে নিখোঁজের পরিবার।

পারিবারিক সূত্রে জানান যায়, প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার রাতেও বাজার থেকে ফেরার পূর্বে তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বাড়ি ফিরতে দেরি হলে সারা রাত তার ফোনে ও আত্মীয় স্বজনের নিকট খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরে সকালে বাড়িতে যাওয়ার রাস্তার পাশের অদূর জঙ্গলে তার মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল, মানিকব্যাগসহ অন্যান্য জিনিজপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। সে বড়বিল এলাকার মোঃ রমিজ মিয়ার ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ইমন জ্যেষ্ঠ সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম জানান, ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল, মানিকব্যাগসহ অন্যান্য জিনিজপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত অপহৃত ব্যক্তির পক্ষে পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি। তবে পুলিশ নিখোঁজ ইমানকে অক্ষত অবস্থায় উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
অপর দিকে উপজেলা জুড়ে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তার বড়বিলের বাড়িতে আত্মীয়-স্বজনের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ছুটে যান। এ সময় তার চাচা সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন পরিবারের সকলকে সান্ত্বনা দেন।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার আহব্বায়ক মোঃ সাহাব উদ্দিন’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোকতাদের হোসেন ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে মোঃ ইমান হোসেনকে সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় মানববন্ধন, হরতাল ও অবরোধের মত যে কোনো গণজোয়ার ও আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।