আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বরকল থানা ওসির বিদায় সংবর্ধনা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বরকল থানার ওসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সকালে বরকল থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্যোগে থানার কনফারেন্স কক্ষে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বরকল মডেল থানার এসআই মোঃ সানজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বাঘাইছড়ি ও বরকল থানা(অতিরিক্ত দায়িত্বে) সার্কেল অফিসার মোঃ আব্দুল আউয়াল,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলাময় চাকমা, সুবিমল চাকমা ও মোঃ মামুনুর রশীদ মামুন প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য সার্কেল অফিসার আব্দুল আউয়াল বলেন,রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য থানা পর্যায়ে কর্মদক্ষ অফিসারদের বাছাই করে বদলি করানো হয়েছে। তাছাড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মানিত হয়েছেন বরকল থানার অফিসার ইনচার্জ। যার জন্য তার এই যোগ্যতা দেখে কাপ্তাই থানায় বদলি করানো হয়েছে। আশা করছি সেখানেও তিনি ভালো কাজ করতে পারবে।
নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, সরকারি চাকরি সুবাদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি হতে হয়। তারই আলোকে নিয়মের মধ্যে থেকে থানা অফিসার ইনচার্জ এর বিদায়। আর বিদায়ের বেলায় মানুষের ভালোবাসা পাওয়া হচ্ছে মনের প্রশান্তি।
তিনি আরো বলেন,নিজ কর্মের পাশাপাশি থানাকে নান্দনিক পরিবেশে সাজিয়েছেন বিদায়ী অফিসার ইনচার্জ।শুধু তাই নয় কম সময়ের মধ্যে বরকল উপজেলায় আইনশৃঙ্খলা ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় অবদানও রেখেছেন।যারজন্য তিনি রাঙামাটি জেলার সর্বশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন।
সবির কুমার চাকমা বলেন,বরকলে থানার অফিসার ইনচার্জ কর্মজীবনে নিজ স্বার্থের উর্ধ্বে জনগণের সেবায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ক্ষেত্রে পাশে থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করতেন। আর তাৎক্ষণিক সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করতেন থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,পুলিশ জনগণের বন্ধু তা প্রমাণিত হয়েছে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর কার্যক্রমের মাধ্যমে। সাফল্যে ও প্রকৃতি নিয়মের মধ্যে মানুষের বিদায় হয়ে থাকে। আজকের অফিসার ইনচার্জ এর বিদায় হলো সাফল্যর বিদায়। বরকলে চাকরি করে বহু কর্মকর্তা পদন্নোতি পেয়েছে। তাদের মতো তিনিও পদন্নোতি পেয়ে কৃতিত্ব লাভ করুক এ শুভ কামনা করেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।
বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন,বরকল থানার অবকাঠামো উন্নয়নে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকল স্তরের ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,বরকল কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা,আইমাছড়া ইউপি ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শুভ মালা চাকমা সহ বরকল থানার অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।