রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
॥ মোঃ আরিফুর রহমান ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজম্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে আলোকিত ও জ্ঞাননির্ভর মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।