এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল
কাপ্তাইয়ে পাসের হার ৮৯% জিপিএ – ৫ পেয়েছে ১শত ৮ জন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর কাপ্তাই উপজেলায় আশানুরূপ ফলাফল অর্জন করেছে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৯% বলে জানান কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট ১ হাজার ৩ শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তম্মধ্যে পাস করেছে ১ হাজার ২ শত ১২ জন। পাসের হার ৮৮.২০%। এবার কাপ্তাইয়ের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১শত ৭ জন। এর মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে জিপিএ- ৫ পেয়েছে ৬৭ জন। এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে জিপিএ- ৫ পেয়েছে ১৩ জন। এসএসসিতে শতভাগ পাসের তালিকায় এবারও কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ তাদের ধারাবাহিকতা রক্ষা করেছেন। এ প্রতিষ্ঠান হতে ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছে।
অপরদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাসের হার শতভাগ বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা হতে সর্বমোট ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। দাখিলে কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা হতে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, দূর্গম এলাকা হওয়া সত্বেও এ বছর কাপ্তাইয়ে পাসের হার সন্তোষজনক। আমরা মানসম্মত শিক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও শতভাগ সফলতা অর্জন করবো।