রাজস্থলীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা রাজস্থলী উপজেলার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) রাঙ্গামাটি জেলার রাজস্থলীর তৃণমূল পর্যায়ে নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া পাড়ায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাবেয়া পারভিনের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা,সাংবাদিক চাউচিং মারমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এতে বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।