[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

৩৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন, বিএএমএস, পিএএমএস।

শুরুতেই আকাশে বেলুন উড়িয় সমাবেশ উদ্বোধন করা হয়। পরে বান্দরবান হিলভিউ কনভেনশন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন,বিএএমএস,পিএএমএস বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আমাদের অবদান রয়েছে। এছাড়াও আমাদের সদস্যদের সামরিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ড্রাইভিং সহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান করেন।

এসময় জেলা আনসার ভিডিপি কমান্ডার সাহাদাত হোসেন, এএইচএম, লামা ৩২ আনসার ব্যটালিয়নে পরিচালক আজিম উদ্দিন, রুমা ১৯ আনসার ব্যটালিয়নে পরিচালক আব্দুল মজিদ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সকল উপজেলা দলনেতাদের একটি করে ফনেক্স সাইকেল এবং দলনেত্রীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়।