কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে আসবাবপত্র ও সেগুন কাঠ জব্দ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট পুরাতন বাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান আসবাবপত্র ও কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা হতে ১২টা পযন্ত যৌথবাহিনী পুরাতন বাজারের ৬টি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তৈরিকৃত সেগুনের আসবাবপত্র ও গোলকাঠ জব্দ করে। এসব আসবাবপত্র ও গোল সেগুন কাঠ জেটিস্থ ফরেষ্ট স্টেশন অফিসে মজুূদ রাখা হয়েছে। জব্দকৃত আসবাবপত্র ও গোল সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানা যায়।
দক্ষিণ বন বিভাগ জেটিঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা প্রীতিময় চাকমা জানান, যৌথবাহিনী অভিযানের সময় খবর দিলে বন বিভাগের লোকজন সেখানে যায় পরে কাঠগুলো অফিসে আনা হয়।