[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে পাঁচ সাংবাদিকের উপর হামলা, মোবাইল,ক্যামরা ছিনতাই

৮৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলিকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নং কুরুপপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গর্জন পাড়া মাতামুহুরি রিজার্ভের শীল ঝিরিতে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীদের হামলায় শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক।

গত (২৫ ডিসেম্বর ২০২১) বিকালে মাতামুহুরি রিজার্ভ এলাকার শীল ঝিরিতে নজরুল ইসলাম গং কর্তৃক পাথর উত্তলোনের সংবাদ পেয়ে দৈনিক যুগান্তরের আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাসেল মজুমদার, সাপ্তাহিক পাহাড়ের সময় আলীকদম প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবানের অনলাইন প্রোর্টাল ” পাহাড় বার্তা’র ” বার্তা সাংবাদিক সুহৃদয় তঞ্চঙ্গ্যাঁ, সাংবাদিকদের গাইড সোলমন ম্রো সহ অবৈধ পাথর উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে পাথর উত্তোলনকারী নজরুল ইসলাম, মোঃ শাহীনসহ ৪০/৫০ জন শ্রমিক মিলে সাংবাদিকদের মারধর ও হামলা করে ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামরা, নগদ টাকা ছিনিয়ে নেন নজরুল ইসলাম ও মোঃ শাহীন গং।

দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার জানান, গত ২৫ ডিসেম্বর মাতামুহুরি রিজার্ভ অঞ্চলের গর্জন পাড়ার শীল ঝিরিতে অবৈধ ভাবে পাথর উত্তলোন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে আলীকদম উপজেলা থেকে আমরা ৫ জন সংবাদিক তথ্য চিত্রসহ সংবাদ সংগ্রহ করতে গেলে পাথর উত্তোলনকারীরা হামলা করে।

সাপ্তাহিক পাহাড়ের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁকে মারধর করে তার হাতে, কোমরে আঘাত করা হলে বর্তমানে চিকিৎসাধীন আছেন, ভিডিও ছবি তোলার কারণে তার উপর নজরুল ও শাহীন ২ বার হামলা করে। তিনি আরো বলেন, যদি কোন প্রকার সেনাবাহিনী, বনবিভাগ আসে অথবা অভিযান পরিচালনা করে তাহলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন নজরুল ও শাহিন। নজরুল গং যে কোন মূহুর্তে তার উপর আবারো হামলা করতে পারে বলে উল্লেখ করেন।

দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি জয়দেব রানা জানান, এঘটনায় প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকের উপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ নাছির উদ্দিন সরকার জানান, মাতামুহুরি রিজার্ভ এলাকায় অবৈধ পাথর উত্তলোন ও সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ মোবাইল ফোন, ক্যামরা উদ্ধারের চেষ্টা চলছে।