নানিয়ারচরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের বছরের শেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে বছরের শেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে মুজিব শতবর্ষ উদযাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরোও বলেন পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানান।