দীঘিনালায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনী সম্পন্ন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলা অডিঢিটমিয়াম সম্মেলন কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সভায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরহাজ্ব মোহাম্মদ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএসআই ঢাকার প্রিন্সিপাল অব সায়েন্টিফিক অফিসার ডঃ সনজিদা মুস্তাফী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-সচিব ডঃ মোহাম্মদ সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যানমিজ সীমা দেওয়ান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ করে বাস্তবে কাজে লাগাতে হবে যাতে করে জনগন উপকৃত হয়। সেমিনারের অংশ হিসেবে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।