বরকলে বিজ্ঞান মেলা উদযাপন
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকল উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী খাদিজা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,আমরা যা ব্যবহার করছি তা বিজ্ঞানের অবদান। মানুষের জীবনযাপন, সামাজিক অবস্থা বিজ্ঞান পরিবর্তন এনে দিয়েছে সেইজন্য ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মনস্ক হওয়ার সুপরামর্শ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।
সভাপতি নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমন্ডিত হয়েছে। তিনি ক্ষুদে বিজ্ঞানীদের নানান আবিষ্কার দেখে হতবাক হয়েছেন। তবে তাদের এ সৃজনশীল মেধা বিকাশে শিক্ষকদের আরও যত্নশীল হতে হবে।
তিনি বলেন, বরকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষায় সুব্যবস্থা নেই। তারা সেই সুযোগ সুবিধাগুলো পেলে বিজ্ঞান বিষয়ে অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে উপজেলার সুবলং উচ্চ বিদ্যালয়, হাজাছড়া উচ্চ বিদ্যালয়, বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় বিলছড়া উচ্চ বিদ্যালয়, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও জুনোপহর উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।