বরকলে চার ইউনিয়নে ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠি
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা উপলক্ষে কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।
সভাপতি বক্তব্যে নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, অপরাধ প্রবণতা কমে গেলে আইনশৃঙ্খলা ক্ষেত্রে ভালো দিক। যদি সেই প্রবণতা বেড়ে যায় তা হলো খারাপ দিক। তবে বরকল থানার অফিসার ইনচার্জ, ৪৫ বিজিবি জোন কমান্ডার, ১২ বিজিবি জোন কমান্ডার এবং স্থানীয় জন প্রতিনিধিসহ সকলের ভূমিকা রয়েছে। যার কারণে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি নতুন বার্তা যোগ করে বলেন, আগামীতে বরকল সদর ব্যতীত চার ইউনিয়নে ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
এসময় সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম, বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা, ৪৫ বিজিবি প্রতিনিধি, ১২ বিজিবি প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।