[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া ভাইবোনের লাশ উদ্ধার

৭৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে যাওয়া মোঃ আহনাফ আকিব (২২) এক পর্যটককে লাশ উদ্ধার করেছে বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী। এর আগে সকাল ৯ টায় মারিয়ার আদনিন (১৬), কে উদ্ধার করা হয়। তারা দুইজন ভাইবোন বলে জানা যায়। উদ্ধারকৃতরা নারায়নগঞ্জ জেলায় ফতুল্লা গ্রামে জহিরুল ইসলাম পুত্র।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বেত ছড়া মুখে তাদেরকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল সকালে বান্দরবান হতে ১০জন গ্রুপিং করে দুপুরে নৌকা নিয়ে নদীর পথে ঘুরতে যায়। বাদুরা ঝর্নায় নামক স্থানে পৌছলে সবাই গোসল করতে নামলে সাঙ্গুর নদীর পানির স্রোতে কারনে ৩ জন পানিতে ডুবে যায়। পরে একজনকে উদ্ধার করলেও কর্তব্যরত ডাক্তার মৃতঃ ঘোষনা করেন। নিখোজ হওয়া ভাইবোন দুইজনকে গতকাল হতে খোজাখোজি পর আজ সকালে মারিয়ার আদনিন (১৬)কে উদ্ধার করা হয়। পরে দুপুর দিকে মোঃ আহনাফ আকিব (২২) কে উদ্ধার করতে সক্ষম হয় বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মান্নান জানান, গতকাল পানিতে ডুবে যাওয়া ২জন পর্যটকদের খোজাখোজি পর সকালে একজন ও দুপুরে অপর একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ শে ডিসেম্বর বুধবার নায়ায়নগঞ্জ হতে ১০ জনের গ্রুপ করে বান্দরবান ঘুরতে আসে। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকালে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে প্রবল পানি স্রোতে ৩ জন ডুবে যায়।