[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া ভাইবোনের লাশ উদ্ধার

৭৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে যাওয়া মোঃ আহনাফ আকিব (২২) এক পর্যটককে লাশ উদ্ধার করেছে বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী। এর আগে সকাল ৯ টায় মারিয়ার আদনিন (১৬), কে উদ্ধার করা হয়। তারা দুইজন ভাইবোন বলে জানা যায়। উদ্ধারকৃতরা নারায়নগঞ্জ জেলায় ফতুল্লা গ্রামে জহিরুল ইসলাম পুত্র।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বেত ছড়া মুখে তাদেরকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল সকালে বান্দরবান হতে ১০জন গ্রুপিং করে দুপুরে নৌকা নিয়ে নদীর পথে ঘুরতে যায়। বাদুরা ঝর্নায় নামক স্থানে পৌছলে সবাই গোসল করতে নামলে সাঙ্গুর নদীর পানির স্রোতে কারনে ৩ জন পানিতে ডুবে যায়। পরে একজনকে উদ্ধার করলেও কর্তব্যরত ডাক্তার মৃতঃ ঘোষনা করেন। নিখোজ হওয়া ভাইবোন দুইজনকে গতকাল হতে খোজাখোজি পর আজ সকালে মারিয়ার আদনিন (১৬)কে উদ্ধার করা হয়। পরে দুপুর দিকে মোঃ আহনাফ আকিব (২২) কে উদ্ধার করতে সক্ষম হয় বান্দরবান ফায়ার সার্ভিস দমকল বাহিনী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মান্নান জানান, গতকাল পানিতে ডুবে যাওয়া ২জন পর্যটকদের খোজাখোজি পর সকালে একজন ও দুপুরে অপর একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ শে ডিসেম্বর বুধবার নায়ায়নগঞ্জ হতে ১০ জনের গ্রুপ করে বান্দরবান ঘুরতে আসে। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকালে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে প্রবল পানি স্রোতে ৩ জন ডুবে যায়।