[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটির কাপ্তাই হ্রদে ১মে’র মধ্য রাত থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিতবান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাহালছড়িতে ৩ শতাধিক ভিক্ষুর অংশগ্রহনে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠান

৫২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা’র পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত ৩ শতাধিক ভিক্ষুর সমন্বয়ে গঠিত মহাসংঘ কর্তৃক বিশাল এক মহতি পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯ টায় ধর্মীয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুবাছড়ি এলাকার খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহা পূণ্যানুষ্ঠান শুরু হয়।

এ সময় খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন বিহার থেকে বিহারাধ্যক্ষসহ ৩ শতাধিক ভিক্ষুসহ হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধান সংঘনায়ক হিসেবে শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ও দায়ক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

উপজেলা চেয়ারম্যান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক বিমল কান্তি চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়াত সোনাধন চাকমার প্রজন্মান্তরে কালগত ও জীবিত জ্ঞাতিকুল এবং মাতৃ কুলের কালগত ও জীবিত জ্ঞাতিকুল ও এলাকাবাসীসহ সকল প্রাণীর হিতসূখ মঙ্গলার্থে পারিবারিকভাবে এ মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ধর্মীয় অনুষ্ঠানে রয়েছে, সংঘদান, ত্রিপিটক দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, আকাশ প্রদীপ দান, হাজার বাত্তি দান ও পিন্ড দানসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়। এতে আরো আয়োজক পরিবার বর্গের এবং জগতের সকলের প্রানীর হিতার্থে ধর্মীয় দেশনা প্রদান করেন উপস্থিত ভিক্ষুসংঘ।