লামা উপজেলার ৮৩ জন ইউপি মেম্বারের শপথ গ্রহণ
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার সাত ইউনিয়নে নবনির্বাচিত মহিলা মেম্বার ও মেম্বাররা শপথ নিয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে লামা উপজেলা পরিষদ হলরুমে শপথ অনুষ্ঠান হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ৬৩ জন মেম্বার ও ২০ জন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার দুই ধাপে ৮৩ জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করান।
এদিকে গত ২৪ নভেম্বর ২০২১ইং পুনঃনির্বাচন হওয়ায় ও গেজেট না হওয়ার কারণে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার শিরীন আক্তার শপথ নেননি।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। তিনি আধুনিক একটি উপজেলা গঠণে সকল মেম্বারদের সহযোগিতা কামনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লামা কাজী আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।