॥ আবুল হাসেম, মাটিরাঙ্গ ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার পশ্চিম মুসলিম পাড়া নামক স্থানে নিজ বাড়িতে জরিনা বেগম (৪৮) নামে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মৃত.আলেম ফকির।
নিহতের স্বজনরা জানায়, জরিনা বেগম মাটিরাঙ্গার মুসলিম পাড়ায় আইযুব আলী সর্দার এর বাড়ীতে কাজ করতেন এবং তিনি নিজের বাড়ীতে একাকী বসবাস করতেন। তার ৩ ছেলে ১ মেয়ে। মেয়েটি বিবাহিত। বড়ছেলে আটবাড়ী তৈকাতং এ কাঠের কাজ করেন এবং তিনি সেখানেই থাকেন। মেজো ছেলে চট্রগ্রামে একটি দোকানে কাজ করেন এবং স্বপরিবারে চট্রগ্রামে থাকেন।
নিহতের ছেলে জসিম উদ্দিন জানায়, গত শনিবার চট্রগ্রাম থেকে তিনি মাটিরাঙ্গায় নিজ বাড়ীতে আসলে তার মাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখে ডাকাডাকি করলেও সাড়া না দিলে তিনি তার শশুর বাড়ীতে চলে যান। গত ২-৩ দিন ধরে তিনি আইয়ুব আলীর বাড়ীতে কাজে অনুপস্থিত থাকায় তারা বিষয়টি তাহার মেয়ের স্বামীকে জানায়। পরে মেয়ের স¦ামী শশুর বাড়ীতে খুঁজতে গেলে বাড়ির দরজার বাহিরে তালাবন্ধ অবস্থায় দেখতে পায় এবং ঘরের ভিতর বাজে গন্ধ পান। পরে তিনি সন্দেহ হলে থানায় খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বিছানা থেকে লাশটি উদ্ধার করে। তবে এসময় লাশের পঁচা দূর্গন্ধ ছড়ায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুসলিমপাড়ায় একটি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সঠিক কারণ যানা যায় নি। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে।