[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্ধ

১১০

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিক বরাদ্ধ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ও মনোনয়ন যাচাই বাছাই পর বাতিল হয়েছেন ১ জন। সোমবার (২০ ডিসেম্বর) সকালে বান্দরবান নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যহারকৃত হলেন, ২নং কুহালং ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মনো অং মারমা, ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য সাইফুল ইসলাম, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে নাই মাপ্রু মারমা, ৪নং সুয়ালক ইউনিয়নে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শহিদ মিয়া, ও ৫ নং টংকাবতী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মেনয়ং ম্রো। এইদিকে মনোনয় পত্র বাতিল হলো, ৫নং টংকাবতী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের রুই য়াং ম্রো।

জানা যায়, ৫ম ধাপে ইউপি নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ১জন, ও ১জন স্বতন্ত্র পদে, ২নং কুহালং ইউনিয়নে নৌকা প্রার্থী পদে ১জন, ১জন স্বতন্ত্র পদে, ও ৫নং টংকাবতী ইউনিয়নে নৌকা প্রার্থীর ১জন, স্বতন্ত্র প্রার্থী পদে ২জন সহ মোট চেয়ারম্যান প্রার্থীর ৭ জন এইবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সেই সাথে ৪টি ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসন ও সদস্য পদে লড়াই করবেন ১শত ৮ জন।

নির্বাচন সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা রয়েছে ২০হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১শত ৯৭জন ও মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৮শত ১৮ জন।

বান্দরবান নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। মনোনয়নপত্রে কারো সাক্ষর না থাকায় একজনের মনোনয় বাতিল করা হয়েছে, এছাড়া প্রতীকের বরাদ্ধ দেওয়ার আগে ৫ জন প্রার্থী তাদের মনোনয় প্রত্যাহার করেছেন।