বরকলে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলা প্রশাসন এর উদ্যোগে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহণ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম প্রমূখ।
এসময় বরকল প্রেসক্লাবের সভাপতি শান্তি ময় চাকমা, সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা সহ চার ইউপি’র জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।