[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন

১১১

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলাধীন লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দুই ইউনিয়নে পরিষদ সমূহের নবনির্বাচিত চেয়ারম্যাগণের শপদ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসক আয়োজনে শপথ পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে লামা ৭ জন ও নাইক্ষ্যংছড়ি ২ জন মোট নয়জন নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, আওয়ামীলীগে সিনিয়র সভাপতি আব্দুর রহিম, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, দোছড়ি ইউনিয়নে মোঃ ইমরান, বাইশারী ইউনিয়ন মোহাম্মদ আলম কোম্পানি।

লামা উপজেলার শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ থোয়াইচিং মার্মা,লামা সদর ইউনিয়ন মিন্টু কুমার সেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন মোঃ নুরুল হোসাইন, আজিজ নগর ইউনিয়ন মোঃ জসিম উদ্দিন, সরই ইউনিয়ন পরিষদ মোহাম্মদ ইদ্রিস, রুপসী পাড়া ইউনিয়ন ছাচিং প্রু মারমা, ফাইতং ইউনিয়ন পরিষদ মোহাম্মদ ওমর ফারুক।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগনদের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো জেলা প্রশাসন।