কন্যা শিশুরা হলো সংসারের বাতিঘর
দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে। শনিবার(১৮ডিসেম্বর) সকালে দীঘিনালা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মেরুং পরিবার কল্যাণ কেন্দ্রে এনজিও লীন এর সার্বিক সহযোগীতায় কিশোর শিশোরীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনজিও লীন এর জেলা সম্বনয়ক হ্যাপি দেওয়ান, দীঘিনালা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালন মোঃ মহিউদ্দিন আহম্মদ, জেলা পরিবার পরিকল্পনা উপ- পরিচালক এমরান হোসেন চৌধুরী, ডাঃ অসীম বড়ুয়া, শ্যামলা চাকমা, পবিরাব পরিকল্পনা পরির্দশক মো: আবদুর রহমান ও মোঃ কামরুজ্জামন সুমন, লীন এর দীঘিনালা প্রকল্প সমন্বয়ক সুনয়ন চাকমা প্রমূখ।
বক্তরা বলেন, তথ্য ও পচারের মাধ্যমে জীবন মান উন্নয়ন করা সম্ভব, কিশোর-কিশোরীদের বিভিন্ন সমস্যা গোপন না রেখে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে। বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করে পরামর্শ নিতে হবে। সরকারি ভাবে পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়ে সমস্যার কখা বলতে হবে এবং কোন সমস্যা থাকলে সঠিক চিকিৎসা দিলে স্বাস্থের ভাল থাকবে। ধর্মীয় কুসংস্কার থেকে বেড়িয়ে আসতে হবে। নিজেদের স্বাস্থ্য ভাল রাখতে হবে নিজেরাই জানতে হবে এবং পাড়া প্রতিবেশি কিশোর-কিশোরীদেরও পরামর্শ দিতে হবে। বাল্য বিবাহ রোধে করতে হবে ১৮তে বিয়ে ২০শে সন্তান ধারন শোলগান ছড়িয়ে দিতে হবে।