[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা লংগদু উপজেলার শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে লংগদু উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে জখম, মোটর সাইকেল ভাংচুর ও মেবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পাশাপাশি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখে শারীরিকভারে নির্যাতন করা হয়। সংবাদ সম্মেলনে এঘটনার তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এদিকে হামলার ঘটনার অস্বীকার করে লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু দাশ জানান, লংগদু উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর কোন ধরনের হামলা চালায়নি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি জানান, ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে এসে সরকার, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় ২দুজন ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রুদ্র মোহাম্মদ জিয়াদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষধ রাঙামাটি জেলা শাখার সদস্য আলমাহবুব হৃদয়, সদস্য অহিদুজ্জামান রোমান, লংগদু উেেপজলা শাখার আহব্বায়ক ফরহাদ সরকার, সদস্য আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।