[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

৬২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে ৮৪৬ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৮৪৬ জন শিক্ষার্থীর মধ্যে এই কোভিড-১৯ টিকা দেয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রী।

 

উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেই টিকা দেয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ মূলত বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ডিসেম্বরের ছুটিতে এই স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি হওয়ার আগে টিকা নিয়ে বাসায় গেলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে তারা রেহাই পাবে। তাই শিক্ষার্থীদের টিকা দেয়ার এই সিদ্ধান্তের জন্যে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।