বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে উদ্বোধন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসের সামনে স্থাপন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য “হৃদয়ে বঙ্গবন্ধু” উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।
ভাস্কর্যটির উচ্চতা ৩ ফুট এবং বেইজের উচ্চতা ৪ ফুট। দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি দেখা যাবে বান্দরবান-মেঘলা সড়ক থেকে।
ভাস্কর্যটির পরিকল্পনায় ছিলেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।
তিনি বলেন, “ভাস্কর্যটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে এবং নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানকে ফুটিয়ে তুলবে।”
বঙ্গবন্ধুর এ আবক্ষ ভাস্কর্য উদ্বোধনকালে ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ সরকারী বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।