[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীররাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষ বজলুর করিমরাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

৬৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

সারা দেশের ন্যায় বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের ক্রীড়া প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সভার শুরুতে প্রভাত ফেরিতে উপজেলা পরিষদে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রেসক্লাব, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। এসময় শহীদদের স্মরণ করে দোয়াও ও আত্মার শান্তি কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জসিম উদ্দিন,মুক্তিযোদ্ধাবৃন্দ, চার ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন, ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে আজ বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জন করেছি। এ যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর ২ লক্ষাধিক মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। যাদের আত্মত্যাগে আজকের এ স্বাধীন বাংলাদেশ। যা ১৬ ডিসেম্বর দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালন করে থাকি। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন গড়া স্বাধীন বাংলাদেশে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ বহুদূর এগিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। মুজিব শতবর্ষের এ মহেন্দ্রক্ষণে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বিজয়ের ৫০বছর পূর্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আন্তিরক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেইসাথে মহান বিজয়ের দিনে গভীর শ্রদ্ধাবনত চিত্তে স্বরণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদ, বীরাঙ্গনা ও অকুতোভয় বীরমুক্তিযোদ্ধাদের যাদের সুমহান আত্মদানে অর্জিত হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এ গৌরবময় দিনে সকল কর্মসূচীতে সকল অংশগ্রহণকারীদের বিজয়ের শুভেচ্ছা জানান ।

সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের মধ্যে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন,দৌড় প্রতিযোগিতা, জনসচেতনতামূলক নাটিকা, দৌড় প্রতিযোগিতা,বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার ও বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার দেয়া হয়। আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধির মাঝে স্মারক সম্মান ও পুরস্কার হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।