খাগড়াছড়িতে বিজয় দিবস উপলক্ষে পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ০১ (এক) দিনের জন্য পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষনা করেছে। খাগড়াছড়ি জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ ফি ছাড়াই প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা।
১৬ই ডিসেম্বর ০১ (এক) দিনের জন্য হর্টিকালচার পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেকেসহ সব পর্যটন কেন্দ্রে এ সুবিধা থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রবেশ মূল্য ফ্রি করে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
এদিকে ব্যবসায়ী মালিকগণ ১৬ই ডিসেম্বর থেকে টানা ৩ দিনের ছুটি হওয়ায় সাজেকসহ প্রায় খাগড়াছড়ি হোটেল মোটেল গেস্ট হাউসগুলো আগে থেকেই বুকিং করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, খাগড়াছড়িতে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রতিটি পর্যটনকেন্দ্রে টুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এছাড়াও সাদা পোষাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে।