[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক: দীপংকর তালুদার এমপি

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক জানিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত ১যুগ ধরে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, কালবার্ট ব্রীজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয় সহ প্রতটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে এ সরকারের আমলে পার্বত্য এলাকায় টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।

সোমবার (১৩ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৈইল্লামুড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের ক্ষেত্রে সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ।

এসময় রাঙ্গামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সজল চাকমা, বিশষ্টি সমাজ সেবক ও ঠিকাদার জসিম উদ্দিন, সাবেক রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।