নানিয়ারচরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রতীক নিয়ে প্রার্থী-সমর্থকরা মাঠে
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নানিয়ারচরে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থী এবং সমর্থকরা ইতোমধ্যেই প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছে। এরই মধ্যে ২নং নানিয়ারচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলছে জমজমাট।
নানিয়ারচর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে অ্যাডঃ দর্শন চাকমা (ঝন্টু) ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাপ্পি চাকমা।
সরেজমিন ঘুরে দেখা যায়, এড. দর্শন চাকমা এরই মাঝে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া, আশির্বাদ ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। গ্রাম-পাড়া, হাট-বাজারে নিরলসভাবে গণসংযোগ করে যাচ্ছেন।
এবিষয়ে দর্শন চাকমা ঝন্টু বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাব। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের কাছে দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে বাপ্পি চাকমা বলেন, ব্যাপক ভাবে সারা পাচ্ছি, তবে আশাবাদি জয়লাভ করবো। যদি নির্বাচিত হতে পাড়ি অত্র ইউনিয়নে শান্তি শৃঙ্খলা, শিক্ষা সহ নানিয়ারচরে সার্বিক ভাবে উন্নয়ন মূলক কাজ করবো।
উল্লেখ্য, নানিয়ারচর সদর ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ১০ হাজারের মতো ভোটার রয়েছে।