বান্দরবানে সাড়ে ৯ কোটি টাকা ব্যায়ের ব্রিজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং এমপি
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে ৯ কোটি ৪৫ লক্ষ ৬৬ হাজার লক্ষ টাকার ব্যায়ে হানসামা ব্রিজ ও ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে বান্দরবান রোয়াংছড়ি উপজেলা ৬নং ইউনিয়নে জামছড়ি এলাকায় মাঠ প্রাঙ্গনে সড়ক ও জনপদ বিভাগ আয়োজনে ও সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলে উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
এসময় বান্দরবান হতে রোয়াংছড়ি সড়কে ৯ কোটি ৪৫ লক্ষ ৬৬ হাজার লক্ষ টাকা ব্যায়ে ৮ কিলোমিটার এ ৫০,১২০ মিটার দৈর্ঘ্য হানসামা সেতু ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জামছড়ি কারবারী নিসামং সহ অত্র এলাকায় সাধারণ জনগন ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যমকর্মী সহ গণমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দুই লক্ষ্যে শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই নয় মাসে রক্তাক্ষয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর বিজয় মাসে আমরা সকলে এই দিবসটি পালন করব। সেই সাথে জাতির পিতা প্রতি শ্রদ্ধা জানান।
তিনি আরো বলেন, বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দেশে এক দশমাংশ নিয়ে আমাদের এই পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেল, চাকমা সার্কেল ও মং সার্কেল ও পাহাড়ের সকল জনগোষ্টি ১২ জাতিসত্তা এই পার্বত্য অংঞ্চলে বসবাস করছে। জননেত্রী শেখ হাসিনা সরকার আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নধারা বয়ে যাচ্ছে। তাই আগামীতে দেশ ও দেশের উন্নয়ন জন্য সরকারকে সহযোগীতা করার আহব্বান জানান।