রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজস্থলীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী উপজেলা শাখা এর উদ্যােগে বণাঢ্য র্যালী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার নেতৃত্বে অনুষ্টিত হয়। র্যালীর পরে চেয়ারম্যানের দপ্তরের এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান,ডাঃ রুইহলাঅং মারমা সহ বিভিন্ন বিভাগে কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমককর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।