[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

”আপনার অধিকার,আপনার দায়িত্ব,দুর্নীতিকে না বলুন” এ স্লোগান কে সামনে রেখে রাঙ্গামাটি বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

সভার শুরুতেই উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে মানববন্ধন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা,সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম,বরকল ইউপি ১নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের বিনিময়ে এবং মা-বোনের সম্ভ্রম হারিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত লাভ করেছে। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার লালিত স্বপ্ন পূরণে দেশকে দুর্নীতিমুক্ত করতে সুদৃঢ় হয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।আর সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে সকলেই দুর্নীতিকে না বলুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,দুর্নীতি দেশ উন্নয়নের বড় অন্তরায়। সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী নিয়মবহির্ভূত কাজে লিপ্ত হলে উভয়ে অপরাধী। এটি দুর্নীতির একটি অংশ।তারমতে,অধিকার প্রতিষ্ঠায় যত প্রতিবাদী হবে তত দুর্নীতি কমিয়ে আসবে। দুর্নীতি বিভিন্ন ধরনের হতে পারে। শুধু কর্মকর্তা কর্মচারীরাই দুর্নীতি করে না,তাদের বাইরে অন্যান্যরাও দুর্নীতি কাজে জড়িত। তবে আপনার অধিকার,আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন। সেই সাথে দুর্নীতিমুক্ত দেশ গঠনে এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।