নাইক্ষ্যংছড়ির বিজিবি’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার কাস্টমস মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ির বিজিবি। বুধবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় অভিযান পরিচালনা করেন বিজিবি। এমন সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে বিজিবি তল্লাশি করলে সেখানে বস্তা মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।