আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
“নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতার সম্বর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জসিম উদ্দিন,প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা,সমাজসেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা বলেন,নারী অধিকার প্রতিষ্ঠায় সকল নারীর সচেতন ও অংশগ্রহণমূলক চিন্তা করতে হবে। প্রীতিলতা ও বেগম রোকেয়া সহ মহীয়সী নারীদের জীবনী অধ্যয়ন করার পরামর্শ দিয়েছেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।
নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণী অগ্রদূত। সমাজে শোষিত,বঞ্চিত,নির্যাতিত নারী সমাজের অনুপ্রেরণা। সকল কুসংস্কার অবসান ঘটিয়ে নারী সমাজে অগ্রণী ভূমিকা রেখেছেন বেগম রোকেয়া। এই বেগম রোকেয়ার মত বর্তমান নারী সমাজেও সোচ্চার হয়ে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ৫ নারী জয়িতাকে সম্বর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।