রাজস্থলীতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পে উপকারভোগীদের মাঝে মুরগী ও বীজ বিতরণ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় বে সরকারি এনজিও সংস্থা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের মুরগী ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে কারিতাস অফিস প্রাঙ্গনে বিভিন্ন পাড়ার বি গ্রেড ১৪২জন উপকারভোগীদের মাঝে প্রতি জনকে ২টি করে দেশী মুরগি এবং বিভিন্ন প্রকার সবজি (ফরাসসিম,মিষ্টি কুমড়া,বরবটি, ঝিংগা ও ঢেড়স) বীজ, বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান, উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা কৃষি অফিসার, মাহবুব আলম রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্প -২ এর রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, উপজেলা মাঠ সহায়কবৃন্দ এবং বিভিন্ন পাড়ার বি গ্রেড উপকারভোগীগণ।
প্রধান অতিথি বলেন, সরকারের পাশা পাশি এনজিও সংস্থা কারিতাস কৃষকদের মাঝে কৃষি কাজের উপকরণ বিতরণ করে চাষীদের আত্নকর্মসংস্থান বৃদ্ধি করেছে। ফলে বীজ রোপন করে সবজির চাহিদা মেটাতে সক্ষম হবে এবং মুরগী পালন করে এ এলাকার স্বাবলম্বী হতে পারবেন।