মাটিরাঙ্গায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
‘মুজিব বর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার’ এ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ প্রীতি ম্যাচের আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ম্যাচ এবং ভলিবল ম্যাচের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্যাহ।
প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা একাদশ বনাম গুইমারা উপজেলা একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়
প্রীতি ফুটবল খেলায় গুইমারা একাদশ কে ১-০ গেলে হারিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিজয়ী হবার গৌরব অর্জন করে। এছাড়া ভলিবল খেলায় মাটিরাঙ্গা একাদশকে ২-১ গেমে হারিয়ে গুইমারা একাদশ বিজয়ী হয়।