মহান বিজয় দিবসে ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন এর প্রস্তুতি সভা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় মহান বিজয় দিবসে ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
এসময় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।