পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে
খাগড়াছড়িতে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মনোনয়ন পেলেন যারা
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গত রবিবার (৫ডিসেম্বর) বিকালে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়। সোমবার (৬ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করে দলটি।
খাগড়াছড়ি ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা (বর্তমান মেম্বার), কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মারমা (বর্তমান চেয়ারম্যান), গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা (বর্তমান মেম্বার), পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান) ও ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান)।