মাটিরাঙ্গায় এক হাজার কৃষক পেল হাইব্রিড জাতের ধানের বীজ
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রবি/২০২১-২২ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করেন।
এ সময় প্রতিজন কৃষককে ২ কেজি করে ১ হাজার কৃষকের মাঝে মোট ২ হাজার কেজি বিভিন্ন জাতের ধানের বীজ প্রদান করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত,উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন।