ভূষণছড়া আইডিয়াল কলেজ’র সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য এলাকায় শিক্ষার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেব রাঙ্গামাটির বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে ভূষণছড়া ইউনিয়নে ২০২০ সালে ভূষণছড়া আইডিয়াল কলেজ অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়। এ স্বপ্নকে সার্থক করতে সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন রয়েছে বলে দাবি এলাকাবাসীর ।
রবিবার (৫ডিসেম্বর) সকালে উপজেলার ভূষণছড়া আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে কলেজ এর সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও পোশাক বিতরণ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১২ বিজিবি জোন কামান্ডার লে.কর্ণেল এস এস শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোঃ জসিম উদ্দিন।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মো সুলতান আহমেদ,১২ বিজিবি জোন এর মেজর মো আসিফ ,ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনর রশিদ মামুন,বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মহারাজ,যুগ্ন আহবায়ক দুলাল তালুকদার, ফারুখ ই আযম দাখিল মাদ্রাশার অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ জন শীতার্ত পরিবার কে শীতবস্ত্র ও ১শ হতদরিদ্র পরিবারের মাঝে ৫শ টাকা করে মোট ৫০ হাজার নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।